• jamurislamiahighschool@gmail.com
  • 01309 119737
Logo

জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় কোড: ৪৪৫৭, EIIN: ১১৯৭৩৭, কোড:৪০০৪, কেন্দ্রঃ শাজাহানপুর-এ-৪২৭ , স্থাপিতঃ১৯৪৫ ইং

  • অফিস: লোকেশন
  • ডাকঘরঃ জামুর, উপজেলাঃ শেরপুর, জেলা: বগুড়া।
  • প্রধান শিক্ষকের বাণী

    প্রধান শিক্ষকের বক্তব্য:

     

    ঐতিহ্যবাহী শেরপুর জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় একটি আধুনিক ও ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়  অভিজ্ঞ ও তরুন শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা আধুনিক পাঠ দানের মাধ্যমে এবং অভিজ্ঞ ও দক্ষ কর্মচারী দ্বারা পরিচালিত হয়ে আসছে। নারী শিক্ষার্থীদের  জাতীয় পর্যায়ে অগ্রনী ভূমিকা পালনের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীরা ভবিষ্যত জীবনে দেশের বিভিন্ন দফতরে প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এই কামনা করছি। সেই সঙ্গে অত্র বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করছি। 


    মো: সাইফুল ইসলাম 
     প্রধান শিক্ষক

    জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়